রবিবার ০৫ জানুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | England-Switzerland: দুরন্ত সাকা, টাইব্রেকারে সুইসদের হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

Sampurna Chakraborty | ০৭ জুলাই ২০২৪ ০০ : ২৮Sampurna Chakraborty


ইংল্যান্ড - (১)

সুইজারল্যান্ড - (১)

আজকাল ওয়েবডেস্ক: ইউরো সেমিফাইনালে ইংল্যান্ড। শনিবার রাতে ডাসেলডর্ফে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে শেষ চারে চলে গেল হ্যারি কেনরা। পেনাল্টি শুটআউটে পাঁচে পাঁচ গ্যারেথ সাউথগেটের দলের। ইংল্যান্ডের হয়ে গোল করেন কোল পালমার, জুড বেলিংহ্যাম, বুকায়ো সাকা, আইভান টনি এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। সুইজারল্যান্ডের গোলদাতা ফ্যাবিয়ান‌ স্কার, শাকিরি, আমদৌনি। মিস করেন আকাঞ্জি। প্রথম শট বাঁচিয়ে দেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড। এটাই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এখনও পর্যন্ত তিনটে কোয়ার্টার ফাইনালের মধ্যে দুটোর নিষ্পত্তি হল টাইব্রেকারে। ভাগ্য ভাল ইংল্যান্ডের। গোটা ইউরোয় নিজেদের ছন্দের ধারেকাছে না থেকেও শেষ চারে পৌঁছে গেল থ্রি লায়ন্সরা। 
নব্বই মিনিটের শেষে ১-১। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়। ৭৫ মিনিটে ব্রিল এমবোলোর গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। পাঁচ মিনিটে মধ্যে সমতা ফেরায় ইংল্যান্ড। গোল করেন বুকায়ো সাকা। ১২০ মিনিটের শেষেও ফয়সালা হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে সুযোগ কাজে লাগাতে পারলে নির্ধারিত সময়ের মধ্যেই রেজাল্ট হয়ে যেত। দুই দলই একাধিক সুযোগ পায়। তবে অতিরিক্ত সময়ে দু'বার ইংল্যান্ডের পতন রোখেন‌ গোলকিপার পিকফোর্ড। এক্সট্রা টাইমে আধিপত্য বেশি ছিল সুইসদের। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। এর আগে ১৯৯৬ সালের ইউরোয় গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দেশ। ম্যাচ ১-১ গোলে শেষ হয়।
প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই। শুরুতে বল ধরে খেলার চেষ্টা করে ইংল্যান্ড। প্রথম দশ মিনিটে আক্রমণে যাওয়ার চেষ্টা করে সাকা, ফোডেনরা। কিন্তু সুইস রক্ষণ ভাঙতে পারেনি। ১৫ মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শট ইংল্যান্ডের। কেনের পাস থেকে মাইনুর শট ব্লক করে সুইজারল্যান্ডের ডিফেন্ডাররা। ডানদিক দিয়ে বেশ কয়েকবার বক্সে ঢুকে পড়েন সাকা। প্রথম কোয়ার্টারে বলের দখল ইংল্যান্ডের বেশি ছিল। বিপক্ষ রক্ষণে চাপ সৃষ্টি করেন সাকা। বেশ কয়েকবার ইংল্যান্ডের বক্সেও ঢুকে পড়ে সুইজারল্যান্ডের স্ট্রাইকিং ফোর্স। ইংল্যান্ডের আক্রমণ সাকাকে কেন্দ্র করেই হয়। এদিন গোটা ম্যাচে অনবদ্য পারফরম্যান্স তাঁর। প্রথমার্ধের শেষ কোয়ার্টারে বেশ কয়েকটা সুযোগ পায় সুইজারল্যান্ডও। কিন্তু কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধ গোলশূন্য শেষ হয়।

ম্যাচের ৭৫ মিনিটে সুইজারল্যান্ডকে এগিয়ে দেন এমবোলো। এনডয়ের উদ্দেশে বল বাড়ান স্কার। তাঁর পাস স্টোনসের পায়ে লাগলেও তিনি ব্লক করতে পারেনি। সামনে ফাঁকা গোলে ঠেলে দেন এমবোলো। পিছিয়ে পড়ার চার মিনিটের মধ্যে একসঙ্গে তিনটে পরিবর্তন করেন গ্যারেথ সাউথগেট। লুক শ, এবেরেচি এজে এবং কোল পালমারকে নামান। তার এক মিনিটের মধ্যে সমতা ফেরায় ইংল্যান্ড। রাইসের পাস থেকে কাট করে ঢুকে বক্সের মাথা থেকে কোনাকুনি বাঁ পায়ের শটে গোল করেন সাকা। ১-১ হওয়ার পর আরও আগ্রাসী দেখায় ইংল্যান্ডকে। তবে আর গোলমুখ খুলতে পারেনি। ম্যাচের অন্তিমলগ্নে সুযোগ মিস সুইসদের। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিল ইংল্যান্ড। কিন্তু রাইস এবং বেলিংহ্যামের শট বাঁচান সুইস কিপার সোমার।‌ এক্সট্রা টাইমে বিজজ্জনকে দেখায় সুইজারল্যান্ডকে। কিন্তু দুর্গ অক্ষত রাখেন পিকফোর্ড। শেষমেষ সুযোগ নষ্টের খেসারত দিতে হল। 




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

যত কাণ্ড কেপটাউনে, জ্যানসেনের নো বলে ফিরল আমিরের স্পট ফিক্সিং কাণ্ডের ভূত...

সন্তোষ জয়ী বাংলা দলকে সংবর্ধনা চেতলা অগ্রণীর, ঘোড়ার গাড়িতে চেপে রাজপথে ঘুরলেন রবি হাঁসদারা ...

'অজিদের প্যান্ট খুলে দিয়েছে', সিডনিতে পন্থের দাপট দেখে কামিন্সদের খোঁচা বিশ্বজয়ী তারকার ...

ভারত-পাকিস্তান টেস্ট যুদ্ধের ভেন্যু স্থির করে দিলেন ভন, কোন দেশের কথা বললেন প্রাক্তন ক্রিকেটার? ...

কলকাতায় হচ্ছে না, গুয়াহাটিতে হতে পারে আইএসএলের ফিরতি ডার্বি...

আইএফএর উদ্যোগে নদীয়া জেলায় তিনটে বয়সভিত্তিক অ্যাকাডেমি ...

অনবদ্য রক্ষণ, বছরের শুরুতে পয়েন্ট নিয়ে ফিরছে মহমেডান ...

প্রক্রিয়া শুরু, পুলিশে চাকরি পাচ্ছে বাংলার সন্তোষ জয়ী ফুটবলাররা ...

৫০০ নট আউট, কী এমন রেকর্ড গড়লেন করুণ নায়ার? জানলে অবাক হবেন...

চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের বদলে দলকে নেতৃত্ব দেবেন এই ক্রিকেটার? অবাক করা তথ্য ফাঁস...

'এত নোংরা?' ক্রিস গেইলের ফেসবুক স্টোরিতে এ কিসের ভিডিও, দেখে লজ্জায় লাল নেটজনতা...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

কলকাতাতেই ডার্বি খেলতে চান মোলিনা, বড় ম্যাচের আগে গোল দরকার ছিল, বললেন কামিন্স...

বছর শুরুতে সহজ জয়, হায়দরাবাদকে হারিয়ে ডার্বির মহড়া সেরে রাখল মোহনবাগান...

‘হাসপাতালেই থেকে যাও’, ভিডিও কলে বিনোদ কাম্বলিকে কেন এমন বললেন কপিল দেব? ...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24